আবোলতাবোলীয়া
এক সময় একটু-আধটু মদ্যপান করতাম বৈকি। কিন্তু কখনও মাতাল হইনি বলে মনে মনে কিঞ্চিৎ গর্ববোধও ছিল। হঠাৎ এক সকালে আধো ঘুমের ঘোরে উপলদ্ধি করলাম – আরে! আমিতো বরাবরই এলোমেলো মাতাল, আবোলতাবোল বাকওয়াস এ ওস্তাদ! সোমরসে আর নতুন করে কী মাতাল হব? “ধুত্তোরী ছাই” বলে একেবারেই দিলাম ছেড়ে। পনের বছর পেরিয়ে বেশ তো দিব্যি চলে যাচ্ছে। এখনো শরাব না খেয়েই জবরদস্ত মাতাল, সমানে এলোমেলো কথাবার্তা বলে যাচ্ছি – লিখে যাচ্ছি। ভরসা একটাই – বুদ্ধিমান লোকেরা মাতালের কথায় রাগ করে না। শুধু মাঝে মাঝে কেন জানি দু-একজন জ্ঞানীর সাথে টক্কর লেগে যায়! (শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৩, ৫ মাঘ ১৪১৯ : Milton Keynes)
“ত্র্যম্বকের ত্রিনয়ন ত্রিকাল ত্রিগুণ, শক্তি ভেদে ব্যক্তি ভেদে দ্বিগুণ বিগুণ” – রবি ঠাকুর
Leave a comment
Comments 0